কম্পিউটারে কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুক্ষীণ হতে হয় । সমস্যাগুলোর মধ্য থেকে কিঞ্চিত সম
স্যা নিয়ে দিক নির্দেশনা মূলক টিউন হিসেবে আমার এ ক্ষুদ্র প্রয়াস । ইতিপূর্বে আমার পোস্ট করা
কম্পিউটারের স্পীড বৃদ্ধি করা সংক্রান্ত পোস্টগুলো দেখে আসতে পারেন । আজ অতি ক্ষুদ্র একটি সমস্যা নিয়ে
আলোচনা করব, যারা জানেন তাদের জন্য ক্ষুদ্র, আর যারা জানেননা তাদের জন্য বিশাল । আসুন শুরু করি ।
আপনার কাজের মাঝখানে হঠাত হয়তো কীবোর্ড কাজ করছে না, কিংবা কীবোর্ডের কোন কী কাজ করছে না ।
অথবা কীবোর্ডে সংযোগ পাচ্ছে না । এসব ক্ষেত্রে সমস্যা হলে কি করবেন? আসুন কিঞ্চিত পর্যালোচনা করে
দেখি । এ বিষয়ে ইতিমধ্যে অনেকে অভিজ্ঞ হলেও নতুনরা এখনো নতুন । তাই এটা অতি ক্ষুদ্র একটি সমস্যা
মনে হতে পারে, কিন্তু এর প্রতিক্রিয়া ব্যাপক ।
কীবোর্ডে সংযোগ না পেলে আপনার কম্পিউটারের কীবোর্ডের পোর্ট থেকে কীবোর্ড এর ক্যাবলটি খুলে আবার
লাগান । তাতেও কাজ না হলে কম্পিউটার রিস্টার্ট দিন । আশা করি কাজ হবে । মনে করি তাতেও কাজ হলো
না । এ পর্যায়ে আপনি বিকল্প কীবোর্ডের মাধ্যমে কাজ সারিয়ে নিতে পারেন । এজন্য যা করবেন । উইন্ডোজ
লোগো কী + আর (Windows + R) দিয়ে লিখুন osk তারপর এন্টার দিন ।
একটি অন স্ক্রীন কীবোর্ড আসবে, তার মাধ্যমে আপনি বিভিন্ন কাজ সারিয়ে নিতে পারবেন ।
আপনি উইন্ডোজ লোগো কী + আর (Windows + R) দিবেন কিভাবে যদি কীবোর্ডই কাজ না করে । তবে এ
ক্ষেত্রে মাউস দিয়ে টেক্সট কপি করে কাজটি করে নিতে পারেন । আর এ কাজটি আরেকটু সহজ হয় যদি স্টার্ট
মেনুতে ক্লিক করে প্রোগ্রামস এ গিয়ে এক্সেসরিজ – এক্সেসিবিলিটি – অনস্ক্রীন কীবোর্ড এ ক্লিক করুন। অন
স্ক্রীন কীবোর্ড ওপেন হবে ।
যদি এমন হয় আপনার কীবোর্ডের কয়েকটি বাটন কাজ করছে না, তবে আপনি কী বোর্ড খুলে দেখতে পারেন,
কীবোর্ডের কাজ না করা বাটনের এর নিচে কার্বন পরিবাহী ক্ষয় হওয়ার কারণে এমন হচ্ছে । কীবোর্ড খুলে
পরিষ্কার করে নিলে অনেক ক্ষেত্রে সমাধান করা সম্ভব হয় । তবে এ ক্ষেত্রে কাজ না হলে নতুন কীবোর্ড ক্রয়
করাই শ্রেয়।
আপনি এমএসওয়ার্ডে বাংলা টাইপ করার সময় এমন হতে পারে, অনেক সময় লিখতে লিখতে লিখা এডিট
করতে গেলেই পাশের অক্ষরগুলো মুছে যেতে থাকে । এক্ষেত্রে আপনি কীবোর্ড থেকে ইনসার্ট বাটন প্রেস করে
দেখুন, পাশের লিখাগুলো আর মুছবে না ।
আজ এখানেই শেষ করছি । পরবর্তিতে আরো খুটিনাটি বিষয়ে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবো।
সবাইকে ধন্যবাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন