শনিবার, ৩০ মার্চ, ২০১৩

সত্যি জাদুকর


রাজ্যের নাম 'লির'... সেই রাজ্যের রাজকুমারী আঙ্গারাদের বিয়ের বয়েস হয়ে এসেছে, আঙ্গারাদের মা রানী রিগাত তাই দেশজুড়ে মেয়ের পাণিপ্রার্থী'র খোঁজে লোক পাঠিয়েছেন। লালচে সোনালী চুল আর সাগরের মতো সবুজ চোখের আঙ্গারাদ এর মতো সুন্দরী রাজপরিবারেও বেশি একটা ছিলোনা, তাকে বিয়ে করতে অনেকেই তাই মুখিয়ে ছিলো। কিন্তু হলে কি হবে, প্রাচীন ঐতিহ্যবাহী ঐন্দ্রজালিক পরিবারের রক্ত বইছে রাজকুমারীর শরীরে, তাই জাদুকর বাদে অন্য কাউকেই বিয়ে সে করতে পারবেনা, নিয়ম নেই।

আঙ্গারাদ গিয়েছে খেপে, বলছে '' এর চেয়ে উদ্ভট কোন নিয়মের কথা কখনো শুনিনি বাপু। একে তো রাজকুমারীর জন্য নিয়মের অভাব নেই। যেখানেই যাও অভিবাদন করে বেড়াও, রাগে গা জ্বলে যাচ্ছে, তবু হাসো... আবার যখন হাসিতে পেট ফাটছে, রাগী চেহারা নিয়ে তাকিয়ে থাকো, যে জিনিস দেখলেই বিরক্তিতে কান্না পাচ্ছে, ভাব দেখাও যে এর চে মজার কিছু কখনো দেখোনি। আর এখন আমার বর'ও আমার জন্য ঠিক করে দেয়া হবে?''
রাজমাতা জবাব দিলেন, ''নিয়ম মানবার জন্য, প্রশ্ন করবার জন্য নয়। তবে হ্যাঁ, তুমি চাইলে যাকে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারো যতোক্ষণ পর্যন্ত নিয়ম অনুযায়ী তার সব গুণাগুণ আছে''।
আঙ্গারাদ বলে উঠলো, ''আমার তো মনে হয়, বিয়ের ব্যাপারে সবচেয়ে দরকারী হলো যে আমরা একে অন্যকে ভালোবাসি''। রাজমাতা উত্তরে বললেন, ''এ তুমি চাইতেই পারো, তবে সব চাওয়া তো আর বাস্তবে সম্ভব না''।

রানী রিগাত নির্দেশ দিলেন দেশের সব দক্ষ জাদুকরেরা যেন লির রাজসভায় এসে তাদের জাদুবিদ্যা দেখিয়ে রাজকুমারীর জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করে। প্রথমে এলেন জাদুকর গিল্ডাস। তার বিশাল ভূঁড়ি, ফোলা ফোলা গালদুটো যেন কেউ মাখন লাগিয়ে চকচকে করে দিয়েছে, পরণে সোনার সুতোর কারুকাজের রত্নখচিত জামা। অনুচর হিসেবে যেসব ভৃত্যেরা এসেছে সংগে, তারাও পোশাকে-আশাকে কেউ মনিবের চেয়ে কম যায়না। তাদের দেখে রাজপরিষদেদের মধ্যে প্রশংসার গুঞ্জন উঠলো। জাদুকর তার খাড়া নাকখানি উঁচু করে হাঁটছিলেন, না তাকাচ্ছিলেন ডাইনে, না বাঁয়ে। সভার মধ্যিখান দিয়ে হেঁটে সোজা গিয়ে দাঁড়ালেন রাজকুমারী আর রাজমাতার সিংহাসনের সামনে। মাথার চকচকে টাকখানি একটু নুইয়ে অভিবাদন জানিয়ে বললেন, ''মাননীয়াগণ, আমাকে মাফ করবেন, জানেনই তো আমার সময় স্বল্পতার কথা। অনেক কষ্টে আমি আমার বিশেষ ব্যস্ত সকাল থেকে একটু সময় বের করে এখানে এসেছি। আমার বিশ্বাস আপনারা অহেতুক সময় ক্ষেপণ না করে, দ্রুত বিয়ের সমস্ত কথাবার্তা সেরে ফেলবেন, বিশেষ করে প্রাথমিক বিষয়গুলো: যেমন যৌতুক হিসেবে কি দিচ্ছেন আমায় কিংবা রাজকুমারী বিয়ের উপহার স্বরূপ কি কি ধন সম্পত্তি নিয়ে যাবেন সংগে করে?''
রাজমাতা উত্তর দেবার আগেই ফেটে পড়লেন রাজকুমারী আঙ্গারাদ, ''কি? তাড়াতাড়ি? টাকা- পয়সা? শর্ত? মহাশয় গিল্ডাস আপনি বোধহয় অনেক বেশি এগিয়ে যাচ্ছেন। আমাকে যদি একজন জাদুকরকেই বিয়ে করতে হয় তাহলে আমি অবশ্যই প্রথমে তার জাদু দেখবো। তারপরে সিদ্ধান্ত নেবো কি করা যায়।''
''প্রিয় রাজকুমারী, তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করার কোন মানে আছে কি?'' জবাব দিলেন অহংকারী গিল্ডাস। ''আমার অপ্রতিরোধ্য সুনামই আমাকে এখানে টেনে এনেছে, আমার দক্ষতা প্রশ্নাতীত, নিঃসন্দেহে আমাকেই সবাই নির্বাচন করবে।''
মিষ্টিমুখে আঙ্গারাদ জবাব দিলেন, ''হ্যাঁ, আপনার নিজের সম্পর্কে ধারণা খুব উঁচু, সন্দেহ নেই আপনার নিজেরই অর্জন সেটা। আমাদেরও একটু সুযোগ দিন আজ আপনার ক্ষমতা দেখবার।''
ফোঁসফোঁস করতে করতে, দাঁত চিড়বিড়িয়ে গিল্ডাসকে তাই শুরু করতেই হলো। অধৈর্য হয়ে তিনি তুড়ি বাজালেন, এক ভৃত্য একটা আলখাল্লা নিয়ে এসে পরিয়ে দিলো, যা তার বাকি সমস্ত পোশাকের চেয়েও অনেক বেশি জমকালো। গিল্ডাস আরেক ভৃত্যকে বললেন জাদুর চিহ্নওয়ালা সোনালী মুকুট নিয়ে আসতে, আর সবশেষে এক ভৃত্য এলো লম্বা সোনালী এক দণ্ড নিয়ে।

তৈরী হয়ে নিয়ে গিল্ডাস মন্ত্রপাঠ শুরু করলেন বিড়বিড় করে, তার ভৃত্যেরা মন্তপূত পাথরে নকশা আঁকতে শুরু করলো, তিনি কিছুক্ষণ চক্রাকারে একদিকে ঘুরলেন, এরপরে আবার উল্টোদিকে। কখনো বাহু তুলে আবার কখনো আংগুল ঘুরিয়ে, সমস্ত শরীর দুলিয়ে সেই একঘেয়ে সুরের মন্ত্র চলছিলোই। সময় যেন কাটছিলোই না... একসময়ে অধৈর্য্য হয়ে রাজকুমারী আঙ্গারাদ পা ঠুকতে শুরু করলেন মাটিতে, নখে ঠকঠক করতে লাগলেন সিংহাসনের হাতলে, আর অস্থির চোখে তাকিয়ে রইলেন জানালার বাইরে। এমনকি সদাহাস্যময় রাজমাতাও রাগ আর বিরক্তির আভাস লুকিয়ে রাখতে পারছিলেন না।

গিল্ডাস তার কষ্টকর জাদুর চেষ্টা চালিয়েই যাচ্ছিলেন, যতোক্ষণ পর্যন্ত না তার ভ্রূ ঘামে চকচক করতে লাগলো, দম ফুরিয়ে এলো। অবশেষে একটা ছোট্ট ধূসর মেঘ আকার নিচ্ছিলো বাতাসে। জাদুকর তার প্রচেষ্টা দ্বিগুণ করলেন, দুহাতে তালি বাজিয়ে আর এমন ভাবভংগি করলেন... ঠিক যেন বিশাল গামলায় কোন মণ্ড পাকাচ্ছেন তিনি। ধীরে ধীরে মেঘটা বড়ো আর কালো হচ্ছিলো আর একটা সময় পুরো রাজসভা ঘিরে ফেললো কালো মেঘটা। ছায়ারা দীর্ঘ আর গাঢ় হতে লাগলো, জানালা থেকে রোদের ছায়া মুছে গেলো, মধ্যরাতের আঁধার ঘনিয়ে এলো রাজসভায়। তার ইন্দ্রজালে মুগ্ধ সভাসদ আর রাজকর্মচারীরা ফিসফিসিয়ে প্রশংসার ধ্বনি তুলছিলেন আবারও। গিল্ডাস হাতের তুড়িতে মেঘটাকে সরালেন। অন্ধকার সরে গেলো, রাজসভা আবারো আগের মতো রোদ ঝলমল।

হাতের উল্টোপিঠে ঘামে ভেজা ভ্রূ মুছে ফেললেন গিল্ডাস, মুখে তার পরিতুষ্টির হাসি, গালে রক্তাভা। রানী রিগাত মাথা নাড়িয়ে তার ক্ষমতাকে অভিবাদন করলেন। রাজকুমারী অনেক কষ্টে হাই চেপে জিজ্ঞাসা করলেন, ''মোটে এই?'' অবাক গিল্ডাস হাঁ হয়ে গিয়ে বললেন, ''মাফ করবেন?'' রাজকুমারী আবারো শুরু করলেন, '' আপনি কেবল এইটুকুই পারেন? এই ছিলো আপনার ঝুলিতে?'' গিল্ডাস বলে উঠলেন, '' কি বলছেন রাজকুমারী, এ আমার সবচেয়ে শক্তি...'' ''প্রিয় জাদুকর''- তাকে মাঝপথে থামিয়ে দিয়ে আঙ্গারাদার জবাব, ''আমার কোন সন্দেহ নেই যে আপনি যা করেছেন তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি কেবল আশা করছি যে নিজের কোন ক্ষতি করে ফেলেননি আপনি। আপনার জাদুর বিরুদ্ধে আমি কিছু বলছিনা, কিন্তু সত্যি বলতে কি আমি বুঝতে পারছিনা, দিনকে রাত বানাবার জন্য এতো কষ্ট করার কি দরকার ছিলো?যে কেউ ধৈর্য্য ধরে অপেক্ষা করলে রাত তার স্বাভাবিক নিয়মেই নেমে আসবে, আপনার তৈরী ইন্দ্রজালের থেকে কয়েকগুণ বেশি সুন্দর আর মখমলময় অন্ধকার নিয়ে। আর রাতের চাঁদ আর ঝিকিমিকি তারাদের কথা নাইবা বললাম।''
''তাহলে রাজকুমারী, অনুমতি দিন আরো চমকপ্রদ কোন জাদু দেখানোর। আমি তুষারঝড় নামাতে পারি, ওরা সবসময়েই লোকেদের মুগ্ধ করেছে।''

কাঁধ নাচিয়ে হতাশ সুরে রাজকুমারি বললেন, '' কি দরকার মশাই, মৌসুম এলে তুষার আর তুষারঝড় আমরা সবাই দেখি, তাও প্রতিটা তুষারকণা একে অন্যের চেয়ে আলাদা, পারবেন তার চেয়েও ভালো কিছু করতে?''
ক্রোধে আর বিরক্তিতে ফোঁসফোঁস করতে করতে গিল্ডাসকে মেনে নিতেই হলো নিজের অক্ষমতা। তবু বলে উঠলেন, '' হয়তো রাজকীয় ভোজসভা? রাজহংসীর রোস্ট? ওয়াইন? মিষ্টি?''। আর কিছু বলবার আগে আঙ্গারাদা বলে উঠলেন, ''আমরা আমাদের রাঁধুনীর উপরেই সন্তুষ্ট, ধন্যবাদ, দরকার নেই ওসবের।''
নিজের আহত অহংকার আর রাজকুমারীর অসম্মানের খোঁচায় বিড়িবিড় করতে করতে রানীর পাশে গিয়ে বসলেন গিল্ডাস পরবর্তী পাণিপ্রার্থীর ক্ষমতা দেখার জন্য। ফিসফিসিয়ে রানীর কানে কানে বললেন ''রানীমা, কারো নিন্দে করা আমার স্বভাবে নেই, কিন্তু না বলে পারছিনা যে আর কোন জাদুকরের ক্ষমতা নেই আমার সাথে প্রতিদ্ধন্ধিতা করে।''
যাই হোক, রাজমাতা দ্বিতীয় জাদুকরকে সভায় ডাকলেন।

এবার এলেন জাদুকর গ্রিমগয়্যার; রোগা, চিমসানো চেহারা, বাঁকানো ভ্রূ আর পাতলা ঠোঁটের চারপাশে পাকানো চৌকো দাঁড়ি। কেমন একটা ভয়ের পরিবেশ তৈরী করতে করতে লোহাবসানো জুতোয় ঝনঝন করে শব্দ করে এগোলেন সিংহাসনের দিকে; পেছনে উড়ছিলো তার কালো আলখাল্লা। তার সাথে সব গাঢ় রং এর হুডে মাথা ঢাকা ভৃত্যের দল, সভাসদেরা অস্বস্তিতে সরে যাচ্ছিলো ওরা পাশ দিয়ে যাবার সময়।

গ্রিমগয়্যার গিয়ে থামলেন আঙ্গারাদ এর সামনে, বাহু মুড়ে, মাথা সামনে এগিয়ে বললেন, 'রাজকুমারী, আমি এসেছি আপনার পাণি প্রার্থনা করতে আর ঘোষণা দিতে যে আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে রাজী আছি।'' আঙ্গারাদ বলে উঠলেন, ''বটে।'' গ্রিমগয়্যার আরো বলতে লাগলেন, '' চলুন, একে অপরকে আরেকটু জানি, লির পরিবার তার জাদুকরদের ক্ষমতার জন্য বিখ্যাত আর এই পরিবারের মেয়ের বিখ্যাত তাদের স্বাধীনচেতা মনোভাবের জন্য। আপনি আমার স্ত্রী হিসেবে যা চাইবেন তাই পাবেন, এমনকি চাওয়ার বেশিই হয়তোবা। কোনরকম বিলাসিতা থেকেই আপনাকে বঞ্চিত করা হবে না। কিন্তু আমার বাড়িতে আমিই একমাত্র প্রভু।'' আঙ্গারাদ খোঁচা দিয়ে বললেন, '' হ্যাঁ, দারুণ শোনাচ্ছে বটে!'' গ্রিমগয়্যার ওদিকে ভাষণ চালিয়েই যাচ্ছেন, '' আপনাকে পরিবারের দায়-দায়িত্ব সম্পর্কে মনোযোগী হতে হবে, আনন্দ-ফূর্তি বাদ দিয়ে। আমাদের ছেলেরা হবে পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর আর তারা সবার উপরে প্রভূত্ব কায়েম করবে। এই দুই পরিবারের মিলন হবে ...'' তাকে থামিয়ে দিয়ে আঙ্গারাদ বলে উঠলেন, ''মশাই আমার পরিবার বিয়ে করছেনা, করছি আমি। আর আপনি যদি এতো আগে থেকেই জানেন যে ছেলেই জন্মাবে, মেয়ে নয়- তাহলে তো আপনি ভবিষ্যতবক্তা। যাই হোক, আমার মনে হয় আপনি আপনার জাদু প্রদর্শনী শুরু করতে পারেন।''

গ্রিমগয়্যার এক পা পিছিয়ে গিয়ে হাত তুললেন. কর্কশ স্বরে শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করলেন। সভাসদেরা ভয়ে ঢোঁক গিলতে শুরু করলেন, কারণ ঠিক যেন হাওয়া থেকে দানবের মতো জীবেরা বেরিয়ে এসে বাতাসে পাক খাচ্ছিলো , তাদের খোলা ধারালো শ্বদন্ত আর হাঁ করা চোয়াল। কারো গায়ে আঁশ, কারোবা নিঃশ্বাসে আগুন বেরোচ্ছে, আবার কেউ তরোয়ালোর মতো ধারালো লেজ সাঁই সাঁই করে নাড়াচ্ছে বাতাসে। জাদুকরের পাশে জড়ো হয়ে ভাঁটার মতো জ্বলজ্বলে চোখে তারা চেয়ে রইলো রাজকুমারীর দিকে।

রানী রিগাতের মুখ থেকে রক্ত সরে গিয়েছে, যদিও তিনি স্থির আর সোজা হয়ে বসে নিজের আতংক লুকানোর চেষ্টা করছিলেন।

রাজকুমারী ওদিকে বিন্দুমাত্রও ভয় না পেয়ে জীবগুলোর দিকে তাকিয়ে বললেন, ''আহা! বেচারারা বোধকরি রাতের খাবার খায়নি! আপনার ওদের আরো ভালোমতোন যত্ন নেওয়া উচিত। ওদের পশম আর চুল্ও নিয়মিত আঁচড়ে দেওয়া উচিত, আমি নিশ্চিত ওদের গায়ে পোকা আছে।''

রাজকুমারীর খোঁচায় খেপে গিয়ে চিৎকার করে বলে উঠলেন গ্রিমগয়্যার, ''এরা কোন সাধারণ জাদু নয়, আমার স্বপ্ন থেকে তৈরী সব জীব। একমাত্র আমিই পারি ওদের ডাকতে, ওদের মতো দ্বিতীয়টি আপনি কোথাও খুঁজে পাবেন না।''
রাজকুমারী বলে উঠলেন, ''খুশিই হবো বরং না পেলে। বুঝতে পারছি মশাই, আপনি এরকম স্বপ্নই দেখে থাকবেন। কিন্তু কিছু মনে করবেন না, সত্যি বলতে কি... আমাদের বনে যেসব পশু আছে আমার বরং ওদেরকেই ভালো লাগে। হরিণেরা নিঃসন্দেহে আপনার পাশে দাঁড়ানো এইসব বিকটদর্শন জীবের থেকে শতগুণে সুন্দর, ঠিক তেমনি সুন্দর খরগোশ, ব্যাজার কিংবা আর বাকি যারা আছে। আর আমি নিশ্চিত ওদের মেজাজ-মর্জিও এদের চেয়ে ভালো।''

মুখ অন্ধকার করে, রাগ চেপে, দাঁত পিষতে পিষতে গ্রিমগয়্যার মন্ত্র পড়লেন, আর দানবগুলো যেমন তাড়াতাড়ি এসেছিলো তার চে তাড়াতাড়ি মিলিয়েও গেলো। রাণী রিগাতের ইশারায় জাদুকর তার জায়গায় গিয়ে বসলেন গিল্ডাসেরই পাশে। দুই জাদুকর একে অন্যকে চোখের ছুরিতে বিঁধছিলেন যেন।

আঙ্গারাদ ফিসফিসিয়ে মায়ের কানে কানে বললেন, ''এখন পর্যন্ত, আমার পছন্দ খুবই সোজা, এদের কেউই না। আর কেউ নেই? আমি চাইছিনা এক দংগল লোক আসুক আমাকে বিয়ে করার জন্য , কিন্ত ভাবতেও ঘেন্না হচ্ছে যে মাত্র দুজনেই আগ্রহী হলো তাও আবার এই দুজন। ''

রানী রিগাত বলতে শুরু করছিলেন ,'' কি আর করবে মেয়ে, আর তো কেউ নেই''। কিন্তু তাকে থামিয়ে দিয়ে প্রধান স্টুয়ার্ড চুপি চুপি তার কানে কি যেন বললেন। রানী রাজকুমারীর দিকে চেয়ে বললেন, ''আর একজন আছে, তার নাম জেরায়ান্ট। আমি তার কথা কখনো শুনিনি, কিন্তু সে তোমার পাণিপ্রার্থী হবার অনুমতি চাইছে।'' কাঁধ ঝাঁকিয়ে আঙ্গারাদ বলে উঠলেন, '' আমি এ দুজনকে দেখেই ক্নান্ত, নতুন আরেকজন কি আর করবে ক্লান্তি বাড়ানো ছাড়া?''

কিন্তু জাদুকর জেরায়ান্ট যখন সবার মাঝখান দিয়ে এসে দাঁড়ালেন, রাজকুমারী যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। নতুন এই জাদুকরের সংগে কোন ভৃত্য বা কোন পাইক পেয়াদা নেই, হাতে নেই কোন জাদুর দন্ড কিংবা মাথায় নেই সোনার মুকুট। জামাকাপড়ও নেহায়েতই সাধারণ আর চাকচিক্যবিহীন। কিন্তু সেই যুবক আঙ্গারাদের দেখা সমস্ত পুরুষের চেয়ে সুন্দর। দ্রুত হওয়া হৃদস্পন্দন আর গালের রক্তাভাকে অগ্রাহ্য করে রাজকুমারী ঘাড় হেলিয়ে গলায় একটু অবজ্ঞা ঢেলে বললেন, ''তো, জাদুকর জেরায়ান্ট, কোন জাদুর বলে আপনি আমায় বিয়ে করতে চান?''
মৃদু হেসে জেরায়ান্ট বললেন, '' কেন রাজকুমারী? কেউ কি কাউকে জাদুর বলে বিয়ে করে? আমার তো মনে হয় শুধুমাত্র ভালোবেসেই বিয়ে করা উচিত''। আঙ্গারাদ বললেন ''বেশ বলেছেন, কিন্তু সেটা কেমন করে করবেন শুনি?'' জেরায়ন্ট বললেন, '' যেমন করে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তেমনি করে... আর আপনিও নিজের পছন্দ জানাতে পারেন নির্দ্ধিধায়।''

জেরায়েন্টের চোখে চোখ পড়তেই আঙ্গারাদ বুঝলেন, একমাত্র একেই বুঝি ভালোবাসা সম্ভব। কিন্তু কোন জবাব দেওয়ার আগেই জাদুকর গিল্ডাস প্রতিবাদ করতে সামনে এগিয়ে গেলেন, আর গ্রিমগয়্যারও আসন থেকে লাফিয়ে উঠে রাগত স্বরে বললেন আর কথা না বাড়িয়ে জেরায়ান্ট যেন জাদু প্রদর্শন শুরু করেন, যেমনটি তাদেরকে করতে হয়েছিলো।
অগত্যা জেরায়ান্টকে শুরু করতেই হলো। কিন্ত বাকি দুজনের মতো জেরায়ান্ট কোন জাদুর নকশাওয়ালা পাথরও বের করলেন না, কোন মন্ত্র পড়লেন না... তার বদলে খুব শান্ত-স্বাভাবিক স্বরে তিনি বলতে লাগলেন পানি আর বনের কথা, সাগর আর আকাশের কথা, নারী আর পুরুষের কথা, ছেলেবেলা আর বার্ধক্যের কথা, জীবজগতের যতো বৈচিত্র্য আর সৌন্দর্য আছে তাদের কথা আর তার কথার জাদুতে কেমন করে এই সমস্ত একে অন্যের সাথে একই সুতোয় বোনা সেইসব রহস্যের কতা যেন দর্শকদের চোখের সামনে ভেসে যাচ্ছিলো।

কথা বলতে বলতে তিনি তার হাত বাড়িয়ে দিলেন সামনে, বিস্মিত সভায় সবাই একদম চুপ করে গেলো, কারণ তার এই সাধারণ হাতের খেলায় এক দল ধবধবে সাদা হাঁস উড়ে এসে তার চারপাশে ঘুরতে লাগলো, প্রতিটা আংগুলের ছোঁয়ায় ফুল ফুটে উঠতে লাগলো। হাত তুলতেই তার মাথার উপরে তারা'রা ঝিকিমিকি করে উঠলো আর সভার মধ্যে দিয়ে যেন আলোর ঝর্ণা বয়ে গেলো। জেরায়ান্ট দু'হাত নামিয়ে নিলেন আর তার জাদুর জগতও অদৃশ্য হয়ে গেলো। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন খেলা শেষে, কোন কথা না বলে রাজকুমারীর চোখে চোখ রেখে অপেক্ষা করতে লাগলেন। রাজকুমারী মৃদু হেসে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, ''আমি আমার পছন্দ ঠিক করে ফেলেছি, জাদুকর জেরায়ান্ট আমাকে বিয়ে করতে চান আর আমার হূদয়ও জয় করেছেন, তাই আমি তাকেই বিয়ে করবো।'' সভা জুড়ে সবাই আনন্দধ্বনি করে উঠলো, যখন জেরায়ান্ট আর আঙ্গারাদ একে অন্যকে আলিংগন করলেন।

কিন্ত গ্রিমগয়্যার তাদের মধ্যে এসে ক্রোধে চিতকার করে রানী রিগাত আর সভাসদদের বলতে লাগলেন, '' এ কোন জাদুকর নয়, আমার জানামতে এ যা করেছে তা কোন জাদু হতে পারেনা, এ ভণ্ড, প্রতারক। একে তাড়িয়ে দিন''। গিল্ডাসও বলে উঠলেন, ''হ্যাঁ, আমিও একে কোন যথাযথ মন্ত্র বলতে শুনি নি, এ আমাদেরকে ঠকানোর চেষ্টা করেছে, এ নেহায়েতই খেলা দেখিয়েছে, জাদু নয়।'' আঙ্গারাদ প্রতিবাদ করে উঠতে যাচ্ছিলেন, কিন্তু রানী চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। গম্ভীর মুখে জেরায়ানটের দিকে তাকিয়ে বললেন,'' শুনলেন তো সব অভিযোগ, এসব কি সত্যি?''। জেরায়েন্ট নম্র স্বরে জবাব দিলেন, '' হ্যাঁ, সব সত্যি, আমি জন্মসূত্রে জাদুকর নই, আমার কোন উত্তরাধিকারের বলে পাওয়া ক্ষমতাও নেই, যা আমি দেখিয়েছি আমার নিজেরই তৈরী। যে পাখি আপনার দেখেছেন ওরা সত্যিকারের হাঁস নয়, সাদা কাগজের টুকরো। ফুলগুলো সব শুকনো ঘাস আর মরা পাতা। তারাগুলো একমুঠো ঝলমলে পাথর। আমি কেবল আপনাদেরকে কল্পনা করতে দিয়েছি। কিন্তু এসব যদি আপনাদের কিছু মুহূর্তের জন্যেও আনন্দ দিয়ে থাকে তবে আমার আর কিছু চাইনে।''
রানী বললেন, ''কোন সাহসে আপনি জাদুকরের ছদ্মবেশে এখানে এসেছেন?'' জেরায়ান্ট জবাব দিলেন, ''রাজকুমারীর পাণি প্রার্থনা করতে প্রয়োজনে এর চে ঢের বেশি সাহস দেখাতে পারি আমি।''
রানী বললেন, ''আমার মেয়ে বৃথাই আপনাকে পছন্দ করছে।'' আঙ্গারাদ ঘোষণা দিলেন, '' অন্য যেকোন পছন্দ বরং বৃথা হবে। অন্যেরা জন্মসূত্রে জাদুকর, আর জেরায়েন্ট নিজেই সেটা শিখেছেন। উনি মিথ্যে? উনিই বরং একমাত্র সত্যি জাদুকর।'' দীর্ঘশ্বাস ফেলে রানী জবাব দিলেন, ''হয়তো তুমি ঠিকই বলেছো, আর আমিও তোমার খুশিই চাই... কিন্তু নিয়ম অনুযায়ী তুমি জেরায়ান্টকে বিয়ে করতে পারবে না।'' বাধ্য হয়ে রাজকুমারীকে সভা ছেড়ে নিজের ঘরে চলে যেতে বললেন রানী আর জেরায়ান্টকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়া হলো। কিন্তু প্রাচীন নিয়মকে অগ্রাহ্য করে জেরায়ান্টের পথ অনুসরণ করে রাজকুমারী বেরিয়ে এলেন এবং দেখলেন জেরায়ান্ট যেন তার মনের কথা টের পেয়েই প্রাসাদের বাইরে তারই অপেক্ষায় আছেন।

প্রাসাদের পেছনে বনের ভেতর দিয়ে দুজন যখন পথ চলছিলেন, হঠাত করে আকাশ মাঝরাত্তিরের মতো কালো হয়ে এলো, যদিও দিন তখনো মাঝদুপুরও ছাড়ায় নি। আলখাল্লার ভেতর থেকে সোনালী এক গোলক বের করলেন রাজকুমারী, আর তার হাতের ছোঁয়ায় গোলক থেকে আলো বেরিয়ে এসে গিল্ডাসের বিচ্ছিরি জাদু আড়াল করে দিলো। এরপরে আঙ্গারাদ আর জেরায়ান্ট এর সামনে গ্রিমগয়্যারের ডাকে দৈত্যাকৃতির সব প্রাণীরা হাজির হলো, কিন্তু ওরা দুজন হাতে তুড়ি দিয়ে সামনে এগোতে লাগলেন। দৈত্যগুলো সব পেছনে সরে গিয়ে মাথা নুইয়ে অভিবাদন জানালো প্রেমিক যুগলকে। বনের শেষ প্রান্তে ভীষন তুষারপাত হতে লাগলো, কনকনে শীতল বরফ ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে, কিন্তু একে অন্যকে জড়িয়ে ধরে ভালোবাসার উষ্ণতায় তারা সেই তুষারঝড়ও নিরাপদে পার হয়ে গেলেন। তুষারের উপর তাদের পা যেখানেই পড়ছিলো, ফুটে উঠছিলো হাজারো ফুল। এরপরের কাহিনী আপনারাই ভেবে নিন, কেমন থাকবেন এই প্রেমিক-প্রেমিকা...

বিগ ফাইল ডাওনলোড প্রবলেম সমাধান ফ্রি নেট ইউজার দের সবার একটাই সমস্যা বিগ ফাইল ডাওনলোড করতে পারতেছেন না…


বিগ ফাইল ডাওনলোড প্রবলেম সমাধান ফ্রি নেট ইউজার দের সবার
একটাই সমস্যা বিগ ফাইল ডাওনলোড করতে পারতেছেন না এই পোষ্ট
টি তাদের জন্য. আপনারা যারা বিগ ফাইল ডাওনলোড
করতে চান তারা আর দেরি না করে
জলদি এই ওপেরা টা ডাওনলোড করে
ঝাপিয়ে পরুন আনলিমিটেড ডাওনলোডে
সত্য কথা বলছি আমি নিজে তিন দিনে
1 জিবি এর ওপরে ডাওনলোড করেছি
যদি আমার কথা মত ওপেরা কাজ
না করে তবে আমাকে কমেন্টে ইচ্ছা
মত গালাগাল দিয়েন আমি কিছুই বলবনা
ডাওনলোড করে বাশ দিতে থাকুন জিপি
মানে হারামির ফোন কে .এখান থেকে Direct ডাওনলোড করুন Click here Symbian configaration
1: Accespoint name: Opera
2: Apn: gpinternet
3: poxy: 80.239.242.253
4: port: 80
5: home page: bd.dooplays.com
এখান থেকে Prov file ডাওনলোড করুন
Java configaration:
সবাই ভালো থাকবেন
যারা যারা আমার দারা উপকার
পাবেন বিনিম য়ে আমার জন্য একটু
দোয়া করবেন.
download link 1st comment a .

মৃত্যুর ঝুঁকি !!! এড়াতে ল্যাপটপ ব্যবহারকারীরা সচেতন হউন


সালাম সবাইকে। শুরু করছি কয়েক বছর আগের একটি ঘটনা দিয়ে। রাজধানীতে মিরপুরের কাজীপাড়ায় ল্যাপটপ বিস্ফোরণে আহমেদ শওকত মাসুদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটি নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগুনে মাসুদের সারা শরীর পুড়ে যায়। আহমেদ শওকত মাসুদের প্রতিবেশী ও তাঁর মামাতো ভাই কাজী জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ৮১১ পশ্চিম কাজী পাড়ার বাসার দোতলায় নিজের শয়নকক্ষে ল্যাপটপ চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন মাসুদ। সকাল সাড়ে সাতটার দিকে ল্যাপটপটি বিস্ফোরিত হলে ওই কক্ষে আগুন ধরে যায়। এ সময় মাসুদ ঘুমিয়ে ছিলেন। আগুনে তাঁর সারা শরীর ঝলসে যায়। কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। অনেক ডাকা ডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে মাসুদকে বের করা হয়। এরপর স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা না পেয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি নেওয়া হয়। দুপুর পৌনে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত মিরপুর থানার উপপরিদর্শক মলিøক ফারুকুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ বিবাহিত। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন।
laptop risk
ল্যাপটপ ব্যাবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখার প্রতি সবার দৃষ্টি আকর্ষন করছিঃ

১. ল্যাপটপের ফ্যান ঠিকমতো কাজ করছে নাকি খেয়াল করুন।

২. টানা ৪-৫ ঘন্টা ব্যাবহার করে আধা ঘন্টা হলেও অন্তত মেশিনটাকে রেষ্ট দিন। আপনার মতো আপনার মেশীন হাইপারএকটিভ হবে এটা আশা করা ভুল। স্বাভাবিক ভাবেই পিসিরতুলনায় ল্যাপির ক্ষমতা কম থাকে।

৩. সব চেয়ে বড় ভুল যেটা অনেকেই করে তা হোল বিছানায়/নরম জায়গায় ল্যাপটপ ব্যাবহার। খেয়াল করে দেখুন ল্যাপটপের নিচে কিছু উচু অংশ থাকে যা শক্ত জায়গায় ল্যাপটপকে একটু উচু করে রাখে যাতে নিচে দিয়ে বাতাস ঢুকতে পারে। বিছানায় বা নরম জায়গায় ব্যাবহার করলে সেই গ্যাপটি বন্ধ হয়ে যায় কারন বিছানার চাদর ল্যাপটপের গায়ের সাথে এটে থাকে ফলে বাতাস ঢুকতে পারে না। এ অবস্থায় ল্যাপটপ খুব দ্রæত গরম হয়ে যায়।

৪. প্রায় সব ল্যাপটপ ১ ঘন্টায় দ্রæত ফুল চার্জ হয়ে যায়। সারারাত চার্জ দিয়ে ঘুমিয়ে যাবার মতো ছেলে মানুষী করবার কোন মানে হয় না। রাতে যদি চার্জ নাও দিতে পারেন প্রয়োজনে সকালে ঘুম থেকে উঠেই দাত মাজতে মাজতে চার্জে দিয়ে দিন।

৫. কারেন্ট না থাকা অবস্থায় চার্জ বাচাতে প্রয়োজনে আপনার ল্যাপটপের Power Plan যথাযথভাবে Power Saver  মোডে সেট করুন। জীবনটা একটাই। মুহুর্তের অসতর্কতা আপনার, আপনার পরিবারের অমূল্য ক্ষতির কারন হতে পারে। বৈদ্যুতিক যে কোন যন্ত্রপাতি ব্যাবহারে নিজে সতর্ক হোন-অন্যকে সতর্ক করুন।

স্কাই-পেতে ভিডিও এবং অডিও রেকোর্ড করুন।


২০০৩ সালে স্কাই-পে আসার পর থেকে এখন পর্যন্ত ৭০০ মিলিয়ন ইউজার। দিন দিন এই সংখ্যা বাড়ছে। আমাদের দেশেও স্কাই-পের ইউজার অনেক এবং সংখ্যা বাড়ছে। ফ্রি ভিডিও কলের জন্য এর চেয়ে জনপ্রিয় মাধ্যম কমই আছে। বিদেশে আত্মীয়, দেশী-বিদেশী বায়ার, এমন কি আমরা এখন দেশে ভিতরও ভিডিও যোগাযোগের জন্য স্কাই-পে জনপ্রিয়। আপনি একে ব্যক্তিগত / ব্যাবসায়িক যে কাজেই ব্যবহার করেন না কেন এর অবদান আপনি ফেলতে পারবেন না, কারণ বাইরের দেশে পেইড সার্ভিস ব্যাবহার করলেও আমরা এখনও ফ্রী ব্যবহার করি এবং আমার মনে হয় এই জন্য আমরা বেশী ব্যবহার করি।

আজ আমরা কথা বলবো এই স্কাই-পে ভিডিও-অডিও ব্যবহারের সময় রেকর্ডের দরকার হয়, তখন কি করবো? কারণ অনেক সফটওয়্যারের ভিতর ফ্রিতে কারা আনলিমিটেড রের্কডের অপশন দেয় এইটাই কথা।
001
এই Free Video Call Recorder v1.0.2.115 (or FVCR) সফটওয়্যারের ভেন্ডররা বলেন, তারাই প্রথম যারা ফ্রিতে এই রের্কডের সুবিধা দিচ্ছেন।

সফটওয়্যার সাইজঃ ১৯ মেগাবাইট
002
এই সফটওয়্যারের সুবিধাঃ

* সেটিং খুব সোজা।
* দুই প্রান্তে রের্কড করা যায়, শুধু এক সাইডে ভিডিও ও অডিও রের্কড করা যায়।
* আপনার অপর সাইডে ভিডিও অন করলে আপনি রের্কড শুরু করে দিতে পারবেন, যদি মাঝে অফ হয়ে যায় আবার শুরু হবার সাথে সাথে রের্কড শুরু হবে।
* স্কাই-পে এর সাথে সফটওয়্যার চালু হবে, কিন্তু অপর প্রান্তের ভিডিও শুরু হবার পর রের্কড শুরু হবে।
003
সফটওয়্যারের অডিও কোয়ালিটি ভালো। আরো ভালো হবে যদি আপনার ল্যাপটপ, পিসির সাউন্ড কার্ড যদি আরো ভালো হয়। অডিও .mp3 এবং ভিডিও .mp4 এ সেভ হবে।

মুক্তি পেলো G.I. Joe: Retaliation (2013) !! ফ্রি-তে ডাউনলোড করে নিন এখনি !!!!


হ্যালো বন্ধুরা । সবাই কেমন আছেন ?আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জনপ্রিয় G.I. JOE সিরিজের ২য় মুভি , যা কিনা সদ্যই মুক্তি পেয়েছে।
মুক্তির আগে থেকেই দারুন আলোচিত এই মুভিটি বক্স অফিসে ইতিমধ্যেই তাণ্ডব শুরু করে দিয়েছে।

অতএব এখনি ফ্রি-তে এই মুভিটি ডাউনলোড করে গরম গরম দেখে নিন দ্যা রক অভিনীত মারদাঙ্গা অ্যাকশনসহ তারকাবহুল এই মুভিটি

 

কাহিনী-সুত্র
দেশের বিরুদ্ধে অপরাধের করার দোষে G.I. Joe টিমকে রাষ্ট্রপতির আদেশে বাতিল করা হয় এবং টিমের জীবিত সদস্যরা মুখোমুখি হয় যারটান, তার সঙ্গিসাথি আর যারটানের প্রভাবের অধীনে থাকা বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতাদের ।
 প্রয়োজনীয় তথ্যঃ

ফরম্যাট: MKV
ফাইল সাইজ: 450MB
রেজোলিউশান: 720×288
ভাষা : English
সাবটাইটেল পাবেন এখানে: Subscene.Com
মুভির প্রকারঃ অ্যাকশান । অ্যাডভেঞ্চার । সায়েন্স ফিকশান । থ্রিলার
অভিনয়েঃ Dwayne “The Rock” Johnson, Adrianne Palicki, Bruce Willis and Channing Tatum
মুক্তির তারিখঃ ২৮শে মার্চ , ২০১৩
স্ক্রিনশটঃ


>> ডাউনলোড করতে ক্লিক করুন এখানে <<

রিসিউম সুবিধা সহ , উচ্চ গতির লিঙ্ক … অতএব চিন্তার কিছুই নেই । তাহলে এখনি ডাউনলোড করে নিন সদ্দমুক্তিপ্রাপ্ত এই আলোচিত মুভিটি !!

আপনার কম্পিউটারের কী বোর্ড নষ্ট হলে কি করবেন ?


কম্পিউটারে কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুক্ষীণ হতে হয় । সমস্যাগুলোর মধ্য থেকে কিঞ্চিত সম

স্যা নিয়ে দিক নির্দেশনা মূলক টিউন হিসেবে আমার এ ক্ষুদ্র প্রয়াস । ইতিপূর্বে আমার পোস্ট করা

কম্পিউটারের স্পীড বৃদ্ধি করা সংক্রান্ত পোস্টগুলো দেখে আসতে পারেন । আজ অতি ক্ষুদ্র একটি সমস্যা নিয়ে

আলোচনা করব, যারা জানেন তাদের জন্য ক্ষুদ্র, আর যারা জানেননা তাদের জন্য বিশাল । আসুন শুরু করি ।



আপনার কাজের মাঝখানে হঠাত হয়তো কীবোর্ড কাজ করছে না, কিংবা কীবোর্ডের কোন কী কাজ করছে না ।

অথবা কীবোর্ডে সংযোগ পাচ্ছে না । এসব ক্ষেত্রে সমস্যা হলে কি করবেন? আসুন কিঞ্চিত পর্যালোচনা করে

দেখি । এ বিষয়ে ইতিমধ্যে অনেকে অভিজ্ঞ হলেও নতুনরা এখনো নতুন । তাই এটা অতি ক্ষুদ্র একটি সমস্যা

মনে হতে পারে, কিন্তু এর প্রতিক্রিয়া ব্যাপক ।



কীবোর্ডে সংযোগ না পেলে আপনার কম্পিউটারের কীবোর্ডের পোর্ট থেকে কীবোর্ড এর ক্যাবলটি খুলে আবার

লাগান । তাতেও কাজ না হলে কম্পিউটার রিস্টার্ট দিন ।  আশা করি কাজ হবে । মনে করি তাতেও কাজ হলো

না । এ পর্যায়ে আপনি বিকল্প কীবোর্ডের মাধ্যমে কাজ সারিয়ে নিতে পারেন । এজন্য যা করবেন ।  উইন্ডোজ

লোগো কী + আর (Windows + R) দিয়ে লিখুন osk তারপর এন্টার দিন ।





একটি অন স্ক্রীন কীবোর্ড আসবে, তার মাধ্যমে আপনি বিভিন্ন কাজ সারিয়ে নিতে পারবেন ।





আপনি উইন্ডোজ লোগো কী + আর (Windows + R) দিবেন কিভাবে যদি কীবোর্ডই কাজ না করে । তবে এ

ক্ষেত্রে মাউস দিয়ে টেক্সট কপি করে কাজটি করে নিতে পারেন ।  আর এ কাজটি আরেকটু সহজ হয় যদি স্টার্ট

মেনুতে ক্লিক করে প্রোগ্রামস এ গিয়ে এক্সেসরিজ – এক্সেসিবিলিটি – অনস্ক্রীন কীবোর্ড এ ক্লিক করুন। অন

স্ক্রীন কীবোর্ড ওপেন হবে ।







যদি এমন হয় আপনার কীবোর্ডের কয়েকটি বাটন কাজ করছে না, তবে আপনি কী বোর্ড খুলে দেখতে পারেন,

কীবোর্ডের কাজ না করা বাটনের এর নিচে কার্বন পরিবাহী ক্ষয় হওয়ার কারণে এমন হচ্ছে ।  কীবোর্ড খুলে

পরিষ্কার করে নিলে অনেক ক্ষেত্রে সমাধান করা সম্ভব হয় । তবে এ ক্ষেত্রে কাজ না হলে নতুন কীবোর্ড ক্রয়

করাই শ্রেয়।



আপনি এমএসওয়ার্ডে বাংলা টাইপ করার সময় এমন হতে পারে, অনেক সময় লিখতে লিখতে লিখা এডিট

করতে গেলেই পাশের অক্ষরগুলো মুছে যেতে থাকে । এক্ষেত্রে আপনি কীবোর্ড থেকে ইনসার্ট বাটন প্রেস করে

দেখুন, পাশের লিখাগুলো আর মুছবে না ।  



আজ এখানেই শেষ করছি । পরবর্তিতে আরো খুটিনাটি বিষয়ে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবো।  



সবাইকে  ধন্যবাদ ।


বুধবার, ২৭ মার্চ, ২০১৩

জুনেই পাঁচটি অপারেটরে চালু হচ্ছে থ্রিজি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সার্ভিস


আগামী জুনেই চালু হচ্ছে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন সার্ভিস৷ এই মুহূর্তে একমাত্র রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর টেলিটক  থ্রিজি সেবা শুরু করলেও, জুন থেকে একযোগে পাঁচটি অপারেটর এই সেবা শুরু করবে৷ গত ১৪ ও ২১ মার্চ বেসরকারি পাঁচটি মোবাইল ফোন অপারেটরের সঙ্গে থ্রিজির নিলাম নিয়ে প্রি-বিট বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)৷ ওই সব বৈঠকে কিছু সুযোগ-সুবিধার বিষয় নিয়ে একমত হতে পারেনি বিটিআরসি ও অপারেটররা৷ তবে ১২ মে থ্রিজির নিলামে অংশ নেয়ার দরখাস্ত জমা দেয়ার আগে এসব বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী বিটিআরসির কমিশনার আবদুস সামাদ৷ তিনি বলেছেন, নির্দিষ্ট সময়েই সব অপারেটররা যাতে নিলামে অংশ নেয় তার সব ব্যবস্থা তারা করবেন৷
তবে সবগুলো মোবাইল ফোন অপারেটর থ্রিজির লাইসেন্স পাচ্ছেন না৷ রাষ্ট্রীয় অপারেটর হিসেবে টেলিটক গত ১৪ই অক্টোবর পরীক্ষামূলকভাবে এই সেবা শুরু করেছে৷ আর বেসরকারি চারটি অপারেটরকে এই লাইসেন্স দেয়া হবে৷ এর মধ্যে আবার নতুন একটি অপারেটর থাকবে৷ ফলে বাংলাদেশে বিদ্যমান পাঁচটি বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেলের মধ্যে তিনটি অপারেটর এই লাইসেন্স পাবে৷অ্যাসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটরস (এমটব)-এর সাধারণ সম্পাদক নুরুল কবীর বলেন, সরকার টুজির ক্ষেত্রে কিছু ছাড় দেয়ার আশ্বাস দিয়েও পরে তা দেয়নি৷ এখন থ্রিজিতে কিছু আশ্বাস দিয়েছে৷ এগুলো শুধু মৌখিক হলে হবে না, দালিলিক কিছু থাকতে হবে৷ তাহলেই অপারেটররা থ্রিজির নিলামে অংশ নেবে৷ দুই দফায় বৈঠক করার পর, তাদের এ ব্যাপারে আশ্বাস দেয়া হয়েছে বলে জানান তিনি৷
3g
বেসরকারি অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেয়া জন্য ইতিমধ্যে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে৷ নিলামে আগ্রহীদের আগামী ১২ মে’র মধ্যে দরখাস্ত জমা দিতে হবে৷ এ দরখাস্ত যাচাই-বাছাই করে ২০ মে নিলামযোগ্য অপারেটরদের নাম ঘোষণা করার কথা রয়েছে৷ আগামী ৩০ মে’র মধ্যে নির্বাচিত অপারেটরদের বিড আর্নেস্ট মানি হিসেবে ২ কোটি ডলার জমা দিতে হবে৷ আর চূড়ান্ত নিলামে অংশগ্রহণে যোগ্য অপারেটরদের নাম আগামী ৫ জুন প্রকাশ করবে বিটিআরসি৷ এসব প্রক্রিয়ার পর আগামী ২৪ জুন থ্রিজির চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে৷
গ্রাহক সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের প্রধান মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার সৈয়দ তাহমিদ আজিজুল হক বলেন, থ্রিজি লাইসেন্স দিলেই শুধু হবে না, এটি গ্রাহকবান্ধব যাতে হয় সেদিকেও নজর রাখতে হবে৷ লাইসেন্স নিতে অপারেটরদের অনেক বেশি টাকা দিতে হলে তার ভার গ্রাহকদের উপর পড়বে৷ তাই সেদিকে সরকার যাতে নজর দেয় তেমনি দাবি এই কর্মকর্তার৷
গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ স্পেকট্রামের তরঙ্গ মূল্য ২ কোটি ডলার নির্ধারণ করে থ্রিজি লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়৷ চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন একটি অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷ খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে৷
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের থ্রিজি নিয়ে কি করতে হবে তা সরকারই নির্ধারণ করে দেবে৷ আর পরীক্ষামূলক থ্রিজি সেবা চালু করে কেমন সাড়া পাওয়া যাচ্ছে – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় গ্রাহক সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে৷ ইতিমধ্যে চট্টগ্রামেও শুরু করা হয়েছে৷ এতে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তিনি৷ বিশেষ করে তরুণ-তরুণীরা থ্রিজিতে বেশি আগ্রহ দেখাচ্ছে৷
প্রসঙ্গত, টুজি লাইসেন্স নবায়নের জন্য সরকারকে দেয়া টাকার উপর ১৫ শতাংশ রিবেট সুবিধা দাবি করে আসছিল অপারেটররা৷ অর্থমন্ত্রী তাদের এই রিবেট সুবিধা দেয়া আশ্বাসও দিয়েছিলেন৷ সবশেষ গত ১৩ই মার্চ অপারেটরদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রীর রিবেট সুবিধা দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন৷ অবশ্য থ্রিজিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ এই আশ্বাসই এখন লিখিতভাবে চাচ্ছে অপারেটররা৷ সূত্র: ডয়চে ভেলে ।

নতুন Mozilla Firefox 20.0 Beta 6 নিবেন না তাহলে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন।

 আসসালামু আলাইকুম। সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আপনারা তো জানেন Mozilla Firefox এর কাজ কি।কারন Mozilla Firefox চেনেনা এমন কেউ নেই।যারা নেট ব্যাবহার তারা সবাই Mozilla Firefox সম্মন্ধে জানেন।তবে নতুন Mozilla Firefox এ নতুন থিম এড হয়েছে।
Title: Firefox 20.0 Beta 6
Filename: Firefox Setup 20.0b6.exe
File size: 20.65MB (21,649,928 bytes)
Requirements: Windows 2000 / XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64
Languages: en-US
License: Open Source
Date added: March 21, 2013
Author: Mozilla Organization
www.mozilla.org
The Web is all about innovation, and Firefox sets the pace with dozens of new features to deliver a faster, more secure and customizable Web browsing experience for all.
User Experience. The enhancements to Firefox provide the best possible browsing experience on the Web. The new Firefox smart location bar, affectionately known as the “Awesome Bar,” learns as people use it, adapting to user preferences and offering better fitting matches over time.
Performance. Firefox is built on top of the powerful new Gecko platform, resulting in a safer, easier to use and more personal product.
Security. Firefox raises the bar for security. The new malware and phishing protection helps protect from viruses, worms, trojans and spyware to keep people safe on the Web.
Customization. Everyone uses the Web differently, and Firefox lets users customize their browser with more than 5,000 add-ons.

নামঃ Firefox 20.0 Beta 6

Download

Free Net With All Software Update:27/3/2013


কেমন আছেন সবাই আশা করি চিনতে পারছেন হ্যাঁ আমি সেই হ্যাকিং বস je আজকে আমি আপনাদের জন্য অনেকগুলো সফ্টওয়ার দিলাম যা দিয়ে ফ্রি নেট ইউস করতে পারবেন। চলুন তাহলে কাজটা শুরু করা যাক। প্রথমে নিচ থেকে All new by Boss Shujon 2.prov file টা ডাওনলোড করে নিন। এরপর আপনার মোবাইল যদি নোকিয়া এবং জাভা হয় এই .prov file টা blue ftp দিয়ে bluetooth আছে এমন এক মোবাইলে কপি করুন তারপর বন্ধুর মোবাইল থেকে সরাসরি .prov file টা আপনার মোবাইলে পাঠান। তারপর দেখবেন একটা কনফিগারেশন সেটিংস পাবেন সেটা সেভ করুন এবং settings=>configuration=>default এ all new by boss shujon select করুন এবং Active default in all application এ সিলেক্ট করুন।ব্যস আপনার সেটিংস কম্প্লিট।:) সেটিংস করার আগে নিচ থেকে যেকোন সফ্টওয়ার ডাওনলোড করে নিন এবং বিনা পয়সায় আনলিমিটেড নেট ব্রাউজিং করুন। (বি: দ্র:- নেট ইউস করার সময় সিমে টাকা রাখবেন না তাহলে টাকা কেটে নিবে॥ Symbian China And other settings Proxy:188.40.121.56 Port:80 Apn:gpinternet homepage:bd.dooplays.com আর কি বাঁশ দিতে থাকেন হ্যাকিং বস সুজন. download link : 1st commenet a. gift :।। PD-Proxy ইউজারদের জন্য একটি সুখবর ।।
আজকে থেকে ৩ দিন এর জন্য PD-Proxy আনলিমিতেড ।।
এই ৩ দিন আপনি সকল Premium Server এ Connect করতে পারবেন ।।[from 27 to 29 march ] so get ready to download everything

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩

ভৌতিক গল্প ‎ প্রাচীন বট গাছ


ভৌতিক গল্প
‎ প্রাচীন বট গাছ

আহসান সেলিম অরণ্য

আমার দাদা বাড়ি নড়াইল জেলার কাশিপুর ইউনিয়নে। সেখানের একটিপ্রাচীন বট গাছ নিয়ে এলাকাবাসীর মধ্যে গত প্রায় শত শত বছর ধরে একরকমের আতঙ্ক রয়েছে। কথিত আছে, গৌড়ের রাজা কালীপ্রসন্ন তার মেয়ের সাথে ভালোবাসার দায়ে অনির্বাণ নামক এক ছেলেকে সেই গাছে ঝুলিয়ে হত্যা করে এবং হিন্দুরীতি অনুসরণ করে সেই লাশ না পুড়িয়ে বরং লাশটি প্রাচীন সেই গাছের নিচে ফেলে রাখা হয় শিয়াল কুকুরখাওয়ার জন্য। মানুষ নাকি চোখের সামনে দেখেছে সেই লাশ নিয়ে শিয়াল কুকুরের টানাটানি। ঘটনা শুরু হয় এর প্রায় বছর খানেক পড়ে। সেই রাস্তার আশেপাশে কোন বাড়িঘর নেই। অনেকটা ফাঁকা জায়গা। তাই অনেক দূর থেকেও স্পষ্ট দেখা যায় বট গাছটি। কেউ কেউ সন্ধ্যার দিকে বা একটু একটু আলো থাকার সময় ঘরের পথে আসতে নিলে মাঝে মাঝেই দেখে যে ঐ গাছে একটি মানুষের দেহ ঝুলে আছে। মাঝেমাঝেই দূর থেকে দেখা যায় ঐ গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে স্থির হয়ে। তার গায়ে থাকে অনির্বাণের মৃত্যুর সময় পড়া নীল শার্টটি। মানুষ সাহস করে দেখার চেষ্টাও করেছে। কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কেউ যেতে সাহস পায় না। মনে হয় কিছু একটা যেন প্রবল প্রতাপে তাদের আটকে রাখে। মানুষের মন বিক্ষিপ্ত হয়ে পড়ে। আমি নিজেও দূর থেকে একদিন দেখেছি সেই গাছটিকে। বিরাট বড় বট গাছ। আশেপাশে ত্রি সীমানায় আসলেই কোন বাড়িঘর নেই। সেদিন তাড়া ছিল বলে অপেক্ষা করতে পারিনি। তবে ভবিষ্যতে আবার যাবো যদি দাদা বাড়ি যাওয়া হয়। আপনাদের মধ্যে কারো বাড়ি ঐদিকে থাকলে আপনারাও খোঁজ নিতে পারেন।

150 PROXY FOR OPERA MINI GP USER LIFETIME FREE NET


আসসালামুয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব জিপি ১৫০ তা অপেরা প্রক্সি যা দিয়ে আপনারা লাইফ টাইম জিপি তে ফ্রী নেট বেবহার করতে পারবেন। আগেই বলে রাখা ভাল যে আমি এই প্রক্সি গুলি hanlder peperonity site থেকে collect করেছি। আমার কাছে আর xtra ৫০ টা hispeed অপেরা মিনি জন্য প্রক্সি আছে সব গুলা আমার এই সাইট পাবেন।
MOBILE CONFIGURATION SETTING:
Apn: gpinternet
Homepage: wap.ittrick.tk
PORT: 80
OPERA MINI MOD SETTINGS:
Proxy type : HTTP
Proxy server: wap.gpgamestore.com অথবা internet.grameenphone.com
Proxy: 80.239.242.9
80.239.242.10
80.239.242.16
80.239.242.18
80.239.242.19
80.239.242.20
80.239.242.32
80.239.242.34
80.239.242.36
80.239.242.48
80.239.242.49
80.239.242.50
80.239.242.51
80.239.242.64
80.239.242.65
80.239.242.80
80.239.242.81
80.239.242.97
80.239.242.101
80.239.242.112
বাকি প্রক্সি গুলির জন্য ও অপেরা মিনিতে কিভাবে ব্যাবহার করবেন টা জানতে ভিজিট
করুনঃ http://ittrick.tk/forum2_1319421.xhtml
www.ittrick.tk
এই সাইট এ আরও পাবেন কিভাবে BANGLALION AND QUBEE তে ফ্রী ইন্টারনেট চালানো যায়

9500+ GP freash প্রক্সির জন্য এই লিঙ্ক এ যানঃ http://ittrick.tk/forum2_theme_1309713.xhtml

Welcome to Pothochari24

Welcome to Pothochari24.blogspot.com